Tuesday, 28 July 2015

How to Use Cheat Engine.

Cheat Engine can help you save some time and cut corners on a few video games. It's a great option if you're into a game but don't want to invest more time in the game than you have to offer. Using the popular Plants vs. Zombies game as an example, you can get cheating and save time while having all the fun the offers. It's important to know all of your available cheats so you can get the most of your games.



Steps:

1. Download Cheat Engine. >>>  http://sh.st/v0RBe



2.


Download the game you want to use Cheat Engine on. This tutorial will use Plants vs. Zombies.

3. 


Open both the game and Cheat Engine.



4. 

Click on the “open processes” icon in upper left Cheat Engine window


5. 
In the process list, click the “PlantsVsZombies.exe” option. Click on “open."


6. 
Select the value you want to change. For instance, when you open a new game of Plants vs. Zombies, you see you have only 25 suns.

7. 
Enter the new value in Cheat Engine. For example, enter 25 in the Hex field and click “First Scan." You'll get a lot of data in the table at left marked "Address" and "Value."

8. 
See the value change inside the game. For instance, when you pick up another sun in Plants vs. Zombies, your energy will be 100.



Wednesday, 22 July 2015

The easiest way to hack the facebook account.

The easiest way to hack the facebook account.


I started not to increase...

(step - 1)
First, go to this site for your mobile
the default browser. From any browser
If you do not have the press here http://sh.st/c4AQc

(step - 2)
Then click Click Here To Start Hacking
Please. Which will then account hack his email id
Write. Then click hack.
Now you can get the job done at the id password Note: It is the only goal of learning Post
Be. Here's ID hack
I'm not responsible.
No problems with the comment.

Positive and Negative side of computer and Internet.

Positive and Negative side of computer and Internet.


Introduction: Answering machines, voice mail, pagers, computers, Internet services, cellular phones, and compact disks are just some of the new technologies that have been developed within the past few decades. These developments will change the way Americans live forever. Technology is changing very rapidly. As the future approaches, more and more new technology will be coming forth and effecting everyone in some way. The new computer age has many advantages. Though along with its advantages, comes disadvantages. Computers have varying effects on society, both positive and negative.

Positives side of computer and Internet:
Computer and Internet have had a number of positive effects on society,such as:
1.          Improved communication.
2.          Increased access to educational information via the Internet.
3.          Increased productivity.
4.          Exponential business growth
5.          Faster response times (for example, email, instant messaging and chat).
6.          It is easier to do research.
7.          here is a great possibility to earn while working from home.
8.          Faster business transactions and cheaper products.
9.          Savings on travel cost.
10.      source of entertainment.


Negative side of computer and Internet:

Computers have also had negative effects on society:
1.   Ties to increased obesity.
2.   Exposure to inappropriate material via the Internet.
3.   Increased crime (for example, identity theft and embezzlement,) and access to private information.
4.   Potential over-dependence on technology.
5.   Criminal elements use information to advance their malicious intents.

Tuesday, 12 May 2015

কিভাবে Internet.org এর মাধ্যমে ইন্টারনেট চালাবেন তা দেখে নিন।

আসসালামু আলাইকুম!!! কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন সবাই।
আমরা সবাই জানি গতকাল 10/05/2015 থেকে বাংলাদেশে Internet.org অফিসিয়ালি ব্যাবহার করা যাচ্ছে। কিন্তু এখনও Internet.org   কিভাবে ব্যাবহার করতে হয় অনেকেই তা বুজতে পারছে না। যারা বুজতে পারছেন না তারা নিচের লিঙ্ক এর ভিডিও টি দেখে বুজতে পারবেন।

ভিডিওটি

বাংলাদেশেই তৈরি হচ্ছে উন্নত্মানের গেম। এত মজার একটি Android গেম না খেললে নিজের চুল নিজে ছিড়বেন, মজা অবশ্যই পাবেন, নাহলে কান কেটে ফেলব

গত ২ ঘন্টা যাবত এই গেইম খেলে যাচ্ছি। খুবই মজার। মূলত ফিজিক্সের নানা সূত্রের উপর গেমটা তৈরি।
মূলত লাল কোন কিছুর সাথেই লাগলেই হেরে যাবেন।

Game

Saturday, 2 May 2015

লিনাক্স আর ইউনিক্স নিয়ে বহুল আলোচিত একটি প্রশ্ন! লিনাক্স আর ইউনিক্স কি একই?

রহস্যময় প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের একেবারে রূট এ চলে যেতে হবে অর্থাৎ আমরা যাকে গোড়া বা মূল বলি। সাল ১৯৬৯, ইউনিক্স এর সৃষ্টি হলো ‘বেল লাবরেটরিতে’ যার উদ্ভাবক ডেনিস রিচি (‘সি’ প্রোগ্রামিং লাঙ্গুয়েজের উদ্ভাবক) আর কেন থমসন।

একই বছর ১৯৬৯ সালে ফিনলান্ডে জন্ম লিনাক্স এর উদ্ভাবক লিনাস বেনেডিক্ট টরভাল্ডসের। যে কিনা একসময় প্রযুক্তিবিশ্বে বিপ্লব ঘটাবে। নানা টরভাল্ডস (ফিনলান্ডের হেলসিংকি ইউনিভার্সিটির প্রফেসর) একটি কম্পিউটার কিনে দিলেন লিনাসকে। কম্পিউটারটি ছিল ‘Commodore VIC-20’। কম্পিউটারের সাথে দেয়া কিছু প্রোগ্রাম ছাড়া কম্পিউটারে আর তেমন কিছু না থাকায় কয়েকদিনের মাথায় লিনাস বিষণ্ন হয়ে পরে। তখন আর কোন উপায় না দেখে লিনাস নিজেই প্রোগ্রাম লিখতে বসে গেলেন। শুরু করলেন বেসকি দিয়ে এবং পরে আরো জটিল ও শক্তিশালী লাঙ্গুয়েজ এ্যাসেম্বলি লিখা শুরু করে। একসময় প্রোগ্রামিং আর গণিতই হয়ে ওঠে তার জীবনের সঙ্গী।


লিনাস লাজুক ছিল, বন্ধু-বান্ধবদের সাথে তেমন মিশতোনা, খেলাধুলাতেও তেমন আগ্রহ ছিল না। বাবা অনেক চেষ্টা করেছেলেকে কিছুটা সামাজিক করতে কিন্তু তার সব চেষ্টায় বিফলে যায়।
সাল ১৯৯১ লিনাস তখন আইবিএমের ৩৮৬ প্রসেসরের একটা পার্সনাল কম্পিউটার কিনল, সে সময়ে লিনাস হেলসিংকি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। এই প্রসেসরটি ছিল ইন্টেলের আগের প্রসেসরগুলোর তুলনায় অত্যাধিক উন্নত। কম্পিউটারটির অপারেটিং সিস্টেম হিসেবে ছিল ‘MS-DOS’ যা তাকে হতাশ করে তুলেছিল, কারণ ইন্টেলের ৩৮৬ চিপ এর পুরোপুরি ব্যবহার করার ক্ষমতা সেটার ছিল না। এ কারণে লিনাস চাচ্ছিল আরো ক্ষমতাসম্পন্ন ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে, সে ইউনিভার্সিটিতে ইউনিক্স ব্যবহার করতে অভ্যস্ত ছিল। কিন্তু তার কম্পিউটারের জন্য ইউনিক্স নেওয়া হলো না যখন দেখলো যে ইউনিক্সের দাম ৫০০০ মার্কিন ডলার!

Thursday, 30 April 2015

ওয়াইফাই নেটওয়ার্ক হাকিং পদ্দতি ১০০% কাজ করবে

শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে।
আমরা এখন এমন একটা জীভন অতিবাহিত করছি যখন ইন্টারনেট ছাড়া লাইফ ইম্পসিবল। আর আমাদের দেশের ইন্টারনেটের যা দাম, তা দিয়ে ঠিক ভাবে ইন্টারনেট ব্রাউজ করাও সম্ভব না।
তাই আমাদের আরাম আয়েসের জন্য একটু বাকা পথে ইন্টারনেট ব্রাউজ করতে হয়। বাকা পথের মধ্যে Wifi Hack  অন্যতম। যখন দেখি আমার মোবাইল এ অনেকগুলা Wifi লাইন আছে তখন একটা চিন্তাই মাথায় আসে। কিভাবে Wifi Hack  করা যায়। যদি Wifi Hack  পারতাম তাইলে কি মজাই না পেতাম??
যাক আর কথা বাড়াব না। নিচে কার্জ পদ্ধতি দেয়া আছে।
ওয়াইফাই নেটওয়ার্ক হাকিং পদ্দতি ১০০% কাজ করবে
প্রথমে CMD তে Administrator mode এ জান
"netsh wlan show profiles" Type করে Enterচাপুন
তারপর "netsh wlan show profiles <যেই ওয়াইফাই  Hack তার নাম> key=clear" Type করে এন্টার চাপুন
তারপর একটা পেজ আসবে
যেখানে লিখা আছে  key content এইটা হল পাসওয়ার্ড।
আরও সহজ পদ্দতিতে অনুসরন করতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করুন 

উবুন্টু তে ভিডিও ফাইলের উইন্ডোজ এর মত থাম্বনেইল আসছে না ? তাহলে চলুন খুব সহজেই থাম্বনেইল নিয়ে আসি।

ভাইরাসের কারনে বিরক্ত হয়ে বেশ কিছুদিন থেকেই উবুন্টুকে ডেইলি অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করছিলাম। সম্প্রতি মুভি দেখতে গিয়ে দেখলাম উইন্ডোজ এর মত ভিডিও ফাইলের যে প্রিভিও আসে সেটা আসছে না। তাই বসে গেলাম প্রব্লেম সল্ভ করতে। বেশ কয়েকটি সমাধান থাকলেও সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আবারো হাজির হলাম আপনাদের সামনে। প্রথমেই বলে রাখি যারা উবুন্টু ব্যাবহার করেন তাদের জন্যই এই টিউন তবে ভবিষ্যতে যদি উবুন্টু ব্যাবহারের ইচ্ছা থাকে তাহলে এই টিউনটি অবশ্যই আপনার কাজে আসবে আশা করি।


যা যা লাগবেঃ 

১. উবুন্টু ইন্সটলড(যে কোন ভার্সন) পিসি/ল্যাপটপ
২. অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন।
কাজের ধাপঃ

ফেসবুক আইডি হ্যাক করি পিশিং দিয়ে একদম সহজে বানিয়ে নিন … সবার জন্য

আসসালা মুয়ালাইকুম
কেমন আছেন আপনারা  ?/
টি  টী তে এটি আমার ২য় পোস্ট
কোনো ভুল হলে ক্ষমা  করে দিবেন
আজকে আপনাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানালাম যা থেকে আপনি শিখতে পারবেন কিভাবে পিশিং পেজ বানাবেন এবং অই পিশিং পেজ দিয়ে ফেসবুক আই ডি হ্যাক করা  যায়
android + pc diye o parben
:-)    :oops:
নিছে  সব দেয়া হল
ভিডিও টি বাংলায়  যা আমি বানিয়েছি
ভিডিও লিঙ্ক ঃঃ  youtube link 
download link::: download here this vidieo
কোনো সমস্যা হলে ফেসবুকে আমাকে মেসেজ দিয়েন
আর হ্যাকিং শিখতে চাইলে আমাকে মেসেজ দিয়েন  সাধ্য মত চেস্টা করবো
কেমন হইছে জানাবেন

সিকিউরিটি রিসার্চার ইউটিউবের দুর্বলতা সনাক্ত করে দিয়ে আয় করে নিলেন ৫০০০ ইউ এস ডলার।

রাশিয়ান সিকিউরিটি রিসার্চার সম্প্রতি গুগলের মালিকানাধীন ইউটিউবের এমন একটা দুর্বলতা বের করেন যেটা ব্যাবহার করে সহজেই একজন এট্যাকার যেকোনো ইউটিউব ইউজারের আপলোড করা ভিডিও ডিলেট
করে ফেলতে সক্ষম হবে , যার ভিডিও ডিলেট করবে এট্যাকার সেই ভিডিও আপলোড করা ইউজারের একাউন্টে এট্যাকারের কোনো প্রকার নিয়ন্ত্রন দরকার হবে না এটোম্যাটিকালি এট্যাকার যেকোনো ইউটিউব ইউজারের ভিডিও
ডিলেট করে ফেলতে সক্ষম হবে এই বাগটি ব্যাবহার করে।
রিসার্চার Kamil Hismatullin এই বাগটি বের করতে সক্ষম হয়েছিলেন যখন তিনি অন্য ইউটিউব ক্রিয়েটর স্টুডিও তে সিকিউরিটি দুর্বলতা বের করার চেষ্টা করা অবস্থায় তিনি ইউটিউবের এই বাগটি বের করেন।
যেটার ব্যাবহার অত্যন্ত সাধারন কিন্তু এর অপকারীতা অনেক বেশী কারণ বাগটি ব্যাবহার করে যেকোনো ইউজারের ভিডিও ডিলেট করা যাবে ।
Kamil Hismatullin বলেন জাস্টিন বিবারের একজন ভক্ত হিসাবে আমি এক্সপ্লইটটি জাস্টিন বিবারের ভিডিওতে ব্যাবহার করতে ইচ্ছুক হয় ।
কিন্তু পর মুহুর্তে আমি সিদ্ধান্তটি থেকে সরে আসি এবং কোনো ভিডিও করা হয়নি জাস্টিন বিবারের একাউন্ট থেকে।
Kamil Hismatullin এই বাগটি সম্পর্কে গুগল সিকিউরিটি টিমকে জানায় কারণ ইউটিউব হচ্ছে গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং এর সাইট।
গুগলকে সিকিউরিটি টিমকে রিপোর্ট করার সাথে সাথে তারা বাগটি ফিক্স করার কাজ শূরু করে দেয় এবং কয়েকঘন্টার মধ্যেই বাগটি ফিক্স করে ফেলে এবং পুরুষ্কার স্বরূপ সিকিউরিটি রিসার্চার কে গুগল সিকিউরিটি টিম
৫০০০ ইউএস ডলার বাউন্টি দেয়।
একমাস আগে একই ধরনের বাগ রিপোর্ট করা হয়েছিলো ফেইসবুকেও যেই বাগটি ব্যাবহার করে এট্যাকার যেকোনো ফেইসবুক ইউজারের আপলোড করা ফোটো ডিলেট করতে সক্ষম হবে ।

Bangladesh এর সাইবার স্পেস রক্ষায় উদ্যোগ নিল BD Script Kiddie Hackers

কয়েকদিন আগে http://epb.gov.bd/ বাংলাদেশের এই সরকারি সাইটটিতে ইন্ডিয়ার আক্রমন লক্ষ করা যায় । আর কিছুক্ষন পরেই তা রিকোভারিতে নেওয়া হয় । BD Script Kiddie Hackers এর একজন ক্রু এর কাছে জানা যায় যে ," এই সাইটির ভিতরে কমপক্ষে ১০টি ফাইল পাওয়া গিয়েছে যা দিয়ে হ্যাকাররা এই সাইটটি তাদের কবলে আনতে সক্ষম হত । আমরা তা সরিয়ে দিয়েছি । আর সাইটের দুর্বল জায়গা গুলো ঠিক করে দেওয়া হয়েছে ।
" তাদের একজন ক্রু Cyber_x এর কাছ থেকে জানতে পারা যায় যে " আসলে আমাদের দেশের সাইটের এডমিন দের কে আরো সচেতন হওয়া দরকার । তারা সাইটে 12345 ইত্যাদি এমন পাসওয়ার্ড দেওয়ার ফলে ওদের সাইটি হারাতে হয় । আর আমরা তাদের দুর্বলতার ব্যাপারে জানালে তাদের সাড়া পাওয়া যায়না । ফলে আমরা ওনাদের ফ্রন্ট পেজ এ সতর্ক বার্তা দিতে বাধ্য হই । " অবাক হলেও সত্য যে ওনাদের কিছু কিছু বার্তা এখনো সাইটে ঝুলে আছে বেশি কিছু সাইটে !!
গ্রুপের এডমিনের নির্দেশে BD Script Kiddie  Hackers BSKH ) বাংলাদেশের সাইট সিকিউর করার কাজ নিরবে করে যাচ্ছে এবং সামনেও করতে থাকবে আর বাংলাদেশের এডমিনদের অনুরোধ করা যাচ্ছে তারা যেনো ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখে
BD Script Kiddie Hackers এর সমস্ত আপডেট দেখা যাবে এখানে https://www.facebook.com/BD.Script.Kiddie

fb